বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ফেইসবুকে বিষোদগার, আটক এক যুবদল নেতা
- আপডেট সময় : ০৭:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ৩৬২৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত, আবদুল করিম পাটোয়ারী মিন্টু (৪০), উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ছিল। সে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিষু পাটোয়ারী বাড়ির শফিক উল্যাহ পাটোয়ারীর ছেলে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে রামনারায়নপুর ইউনিয়নে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে বিষোদগার করে নিজের ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।