গৃহবধূর রহস্যজনক মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ৪১৭১ বার পড়া হয়েছে
প্রতিবেদক, চাটখিল, নোয়াখালী:
নোয়াখালী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। তবে পুলিশ তাৎক্ষণিক এই মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।
নিহত ফাতেমা আক্তার শিউলি (৩৫) উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামের কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির তাজুল ইসলামের স্ত্রী।
বুধবার (২৬ মে) বেআ ১১টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ৩ সন্তানের জননী।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নিহতের স্বামী তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানায় গৃহবধূ কয়েক ঘন্টা আগেই মারা যায়। নিহতের মেয়ে উর্ম্মি জানায়, গতকাল সন্ধ্যায় তার মা-বাবার মধ্যে কথা কাটাকাটি হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম জানান, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের স্বামী তাকে মানসিক ভাবে নির্যাতন করত বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।