পুলিশের হাতে গ্রেফতার দুলাভাই, অভিযোগ শ্যালিকাকে ধর্ষণ
- আপডেট সময় : ১১:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১ ৪১৬৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
কিশোরী শ্যালিকাকে (১৩) ধর্ষণের অভিযোগে নোয়াখালীর চাটখিলে পুলিশ অভিযুক্ত দুলাভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। আটককৃত, মো.রুবেল হোসেন (২৭)। খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষক রুবেল নির্যাতিত কিশোরীর বাড়ির ভিতরের দূরসম্পর্কের দুলাভাই হয়। গত তিন বছর যাবত বাড়ীর পাশে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করছে সে। শুক্রবার দুপুরে লম্পট রুবেল কিশোরী শ্যালিকাকে ঘরে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে বাড়ীরে লোকজন এগিয়ে আসলে রুবেল পালিয়ে যায়। পরে কিশোরীর পরিবারের লোকজন ঘটনাটি খিলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শুক্রবার বিকেলের দিকে ধর্ষক রুবেলকে আটক করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ধর্ষণের অভিযোগ পেয়ে তাকে আটক করে এবং নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।