সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ গ্রেফতার চাটখিলের গৃহবধূ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২০২২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ এক গৃহবধূকে গ্রেফতার করেছে নোয়াখালীর চাটখিল থানা পুলিশ।
আটককৃত, দুলালী আক্তার (৩২) চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের টুকুন গাজী পলোয়ান বাড়ির আলাউদ্দিন শেখের স্ত্রী।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের টুকুন গাজী পলোয়ান বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত গৃহবধূর পরিবারের সদস্যরা মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসত বাড়ি থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।