ইয়াবা ও গাঁজাসহ নোয়াখালীতে ৩ মাদক কারবারি কারাগারে
- আপডেট সময় : ০৯:৩৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ৩৮৯১২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ও চাটখিল উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৩৯২পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হচ্ছেন, হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালি গ্রামের ইয়াছিনের ছেলে রাজিব (৩০), শ্রীনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে মর্তুয়া আইয়ুব শামীম (৪৯) ও নূর নবীর ছেলে আকতারুজ্জামান সুজন (৩৮)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চাটখিল উপজেলার শ্রীনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি শামীম ও সুজনকে ৩০কেজি গাঁজা ও ১২৫পিস ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এরআগে হাতিয়ার জোড়খালি গ্রাম থেকে ২৬৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজিবকে আটক করে কোস্টগার্ড।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক বিপ্লব কুমার মোদক ও কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এস এম লুৎফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।