সংবাদ শিরোনাম ::
রবিবার থেকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ ২১০৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি
আগামী রবিবার থেকে ট্রায়ালে করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মানকিগঞ্জ মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, করোনার বুস্টার ডোজ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। প্রথমে সম্মুখসারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের এই বুস্টার ডোজের আওতায় আনা হবে। দেশের প্রায় সাত কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে এবং প্রায় সাড়ে চার কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।