সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসকদের সম্মেলন পেছাল, ১৮ জানুয়ারি চূড়ান্ত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ১২৩৩৫ বার পড়া হয়েছে
জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলন পিছিয়ে ১৮ জানুয়ারি চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিসি সম্মেলন আগামী ১৮ জানুয়ারি শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।
এর আগে ১১, ১২ ও ১৩ জানুয়ারি সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা বলেন, সম্মেলনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ আমরা চিঠি পেয়েছি।প্রধানমন্ত্রীর ডিসি সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে।
উল্লেখ্য, করোনার কারণে গত দুই বছর ডিসি সম্মেলন হয়নি। সর্বশেষ ২০১৯ সালের জুলাই মাসে সম্মেলন হয়।