সংবাদ শিরোনাম ::
নোয়াখালী পৌরসভায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হলো শামীম

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ৩৫৭২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি :
অনুষ্ঠিত নোয়াখালী পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাহিদুর রহমান শামীম।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম এই বেসরকারি ফলাফল নিশ্চিত করেন।
এসময় তিনি জানান, সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় গণনা শেষ হয়।
নির্বাচনে জাহিদুর রহমান শামীম তার টেবিল ল্যাম্প প্রতীকে ২ হাজার ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতীকের আবুল কালাম সুজন পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট।
এই ওয়ার্ড থেকে ৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৭ হাজার ৮২৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৫৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।