শীতের ভোরে বৃষ্টিপাত, বিপাকে জনজীবন
- আপডেট সময় : ১২:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৬৪২৫ বার পড়া হয়েছে
শৈত্যপ্রবাহ কেটে গিয়ে লাগাতার বৃষ্টির কবলে পড়ছেন দেশের উত্তরাঞ্চলের মানুষ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকেই বিভাগীয় শহর রাজশাহীতে চলছে লাগাতার বৃষ্টি। ছুটির দিনেও কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। এদিন রাজশাহী আবহাওয়া অফিস শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় বৃষ্টি শুরু হয়। তখন ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সকাল ৭টা ২০ মিনিট থেকে আবার শুরু হয়। সকাল ৯টা পর্যন্ত মোট ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, ‘আজ সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারও কমবে। তখন শীত বাড়বে।’
উত্তরের জেলা পঞ্চগড়েও বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, ‘শৈত্যপ্রবাহ কেটে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। জেলা শহরসহ বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি আর হিম শীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে ‘।
সকাল থেকে বৃষ্টির কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।