ট্রেনে কাটা পড়ে নীলফামারীতে বৃদ্ধের মৃত্যু

- আপডেট সময় : ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ২৫৮০ বার পড়া হয়েছে
তপন দাস, নীলফামারী:
গরু নিয়ে রেললাইন অতিক্রম করার সময় নীলফামারীতে কবির মিয়া (৭০) নামে এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।
বুধবার (৬ই এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে নীলফামারী শহরের কলেজ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির মিয়া কলেজ স্টেশন এলাকার মৃত নাদিরুজ্জামানের পুত্র। দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গরু নিয়ে রেললাইন অতিক্রম করছিলেন কবির। এসময় সৈয়দপুর থেকে চিলাহাটি গামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায় সে।