শিরোনাম:
জেলা আ.লীগের সভাপতিকে হারিয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হলেন এমপি পুত্র সাবাব চরজব্বার থানার ওসি প্রত্যাহার নেভেনি সুন্দরবনের আগুন, সূত্র খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি, সময় লাগবে ২-৩ দিন, হলফনামায় মামলার তথ্য গোপন, সেতুমন্ত্রীর ভাইসহ ৪প্রার্থীর মনোনয়ন বাতিল ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ভুল চিকিৎসায় মা’সহ নবজাতকের মৃত্যুর অভিযোগ, হসপিটালে ভাংচুর চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন এক ভাইকে বাঁচাতে আরেক ভাই পানিতে, ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নতুন গ্যাস কূপের খনন কার্যক্রমের উদ্বোধন

টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : রবিবার, ২ জানুয়ারি, ২০২২

টেস্ট ও ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ভারত

সাদা পোশাকে বাংলাদেশ বরাবরই দুর্বল। সেটা ঘরের মাঠে হোক কিংবা দেশের বাইরে।

তবে নতুন বছরের প্রথম দিন থেকেই সে কথাকে ভুল প্রমাণ করতে চলেছেন মুমিনুল বাহিনী।

মাউন্ট মাঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছে টাইগাররা।

নতুন বছরে টাইগারদের সামনে আরও কঠিন পরীক্ষা আছে। সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সূত্র জানায়, আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে কোহলি-রোহিতের দল। দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ফিরেই বাংলাদেশ সফরে আসার কথা বিরাট কোহলির দলের।

এই সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালজুড়েই ব্যস্ত সময় পার করবে ভারত। দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে সেখানে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।

এর পরেই ৬ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকার বিপক্ষে সিরিজ লড়বে ভারত।

১৮ মার্চ পর্যন্ত চলবে শ্রীলংকার বিপক্ষে সিরিজ। এরপর শুরু হয়ে যাবে আইপিএল।

আইপিএল শেষে জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলবে ভারত। এরপর উড়ে যাবে ইংল্যান্ডে। সেখানে ম্যানচেস্টারে ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা গত বছরে করোনায় বাতিল হওয়া সিরিজের পঞ্চম টেস্ট।

এরপর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে দুই দল।

ইংল্যান্ড সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর এশিয়া কাপ এবং এর পরপরই বিশ্বকাপ। বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে ভারত দল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১