বেগমগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৩ যুবক
- আপডেট সময় : ০৪:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ৩৬২০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টায় ১৪নং হাজীপুর ইউনিয়নের তেমুহনী পোড়াবাড়ি এলাকায় ভুট্টো ও আরাফাতের মৎস্য খামার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর হাজীপুরের মো. নুরুল আমিনের ছেলে মোঃ জিব্রাইল, শহীদ উল্লাহর ছেলে সানজিদ ইসলাম রাফি ও ৯নং ওয়ার্ডে খালাসী বাড়ির মো. শাহজাহানের ছেলে আবুল হায়াত রায়হান ওরফে খালাসী রায়হান।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড পিস্তলের গুলি ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেগমগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন অভিযান চালিয়ে তাদের অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার করেন।
পরে আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে নোয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।