চাপরাশীরহাট বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ফারুক, সম্পাদক পদে মিলন বিজয়ী
- আপডেট সময় : ১০:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২ ৩৭২১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট বণিক সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) চাপরাশিরহাট বাজারে সমিতির নিজ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ৪০২ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম এ এস ফারুক মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন সাহাব চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৮ ভোট। সহসভাপতি পদে চাকা প্রতীক নিয়ে ৪২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজ উল্যাহ বাহার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৪ ভোট।
আগামী তিনবছরের জন্য সমিতির সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীক নিয়ে ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম বিপ্লব দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৮ ভোট।
এছাড়া সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন, আব্দুল্লাহ আল ইমরান (টেলিভিশন) ইউছুপ নবী (মোরগ) মোঃ ইলিয়াছ (আম) গোলাম সরয়ার (তালাচাবি) নুর নবী (রিকশা) নুর হোসেন মাসুদ (মই) মোঃ পারভেজ (চশমা) রুহুল আমিন (মোটরসাইকেল) হারুনুর রশীদ (বই)।
এর আগে সকাল ৮ টায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়। সমিতির ৮৫০ জন ভোটারের মধ্যে ৬৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।