সংবাদ শিরোনাম ::
কোম্পানীগেঞ্জ ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২ ৫৮২৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে অভিযান চালিয়ে কহিনুর বেগম (৩৭) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২০০পিস ইয়াবা জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে চরকাঁকড়া ৭নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত কহিনুর বেগম ওই বাড়ির ইসমাইল হোসেন রকির স্ত্রী।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মোবাইল ডিউটি করার সময় বৈদ্য বাড়ি এলাকায় কহিনুরের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। পরে তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত কহিনুর বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।