নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
- আপডেট সময় : ১১:৫৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ১৬২৮ বার পড়া হয়েছে
তপন দাস, নীলফামারী:
নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ইপিজেড সংলগ্ন কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের হোরেন রায়ের ছেলে স্বপন কুমার (৩০) ও তার স্ত্রী সুমী রানী (২৫)। তারা দুজনেই উত্তরা ইপিজেডের সনিক কোম্পানিতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্বপন, তার স্ত্রী সুমি ও অপর এক শ্রমিক সতিশ চন্দ্র কাজে যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হন। কাজীরহাট এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়েন। এ সময় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন সতিশ রায়। তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।