কবিরহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৪ মার্চ, ২০২২

নোয়াখালী প্রতিনিধি:

 

কবিরহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ এবং সরকারি কর্মকর্তাগণের সাথে নোয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন কবিরহাট, নোয়াখালীর আয়োজনে সোমবার (১৪ মার্চ) দুপুর ১২ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রবিউল হাসান, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন প্রমুখ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মিশকাতুল তামান্নার সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

 

বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সরকারের সকল উন্নয়ন কাজের মাধ্যমে জনগণের দৌড় গোড়ায় সরকারের সকল সুবিধা পৌছে দিতে সরকারী, বেসরকারী কর্মকর্তা/কর্মচারীর পাশাপাশি সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের লোকেরা এগিয়ে আসলে সকল কিছু করা সম্ভব হবে।

উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তর সমূহের কর্মকর্তা-কর্মচারী বৃন্দসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

 

পরে উপজেলা ভূমি অফিস, কবিরহাট নোয়াখালীর আয়োজনে ভূমি সেবা প্রদান কার্যক্রম সহজীকরণ ও সম্প্রসারণ এবং সম্মানিত নাগরিকগণের অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে গণশুনানি করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০