সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের ৩০ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশগুলোয়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২ ৩১৯০ বার পড়া হয়েছে
রুশ হামলার কারণে ইউক্রেনের ৩০ লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসাবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনারের কার্যালয় এ কথা জানায়।
সংস্থার মতে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চের মধ্যে ৩০ লাখ ৩৮১ শরণার্থী ইউক্রেন ছেড়েছে।
পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ১৮ লাখ ৩০ হাজার ৭১১ শরণার্থী। রোমানিয়ায় আশ্রয় নিয়েছে চার লাখ ৫৯ হাজার ৪৮৫, মলদোভায় তিন লাখ ৩৭ হাজার ৩১৫ এবং হাঙ্গেরিতে দুই লাখ ৬৭ হাজার ৫৭০ জন।