মোনাকোর কাছে পিএসজির হার
- আপডেট সময় : ১২:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২ ২৯১৩ বার পড়া হয়েছে
অসুস্থতার কারণে মোনাকোর বিপক্ষে লিগ ম্যাচে খেলতে পারেননি প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাকে ছাড়া খেলতে নেমে রীতিমতো উড়েই গেলো ফ্রেঞ্চ লিগ ওয়ানের টেবিল টপার দলটি।
গতকাল রোববার রাতে নিজেদের ঘরের মাঠে পিএসজিকে ৩-০ গোলে হারিয়েছে মোনাকো। এ নিয়ে পিএসজির বিপক্ষে ৪৪ ম্যাচ জিতলো তারা। আর কোনো দলের বিপক্ষে এতো ম্যাচ হারেনি পিএসজি।
শুধু তাই নয়, ২০১৯ সালের এপ্রিলে লিলের কাছে ১-৫ গোলে হারের পর লিগে এতো বড় ব্যবধানে হারলো প্যারিসের ক্লাবটি। এ নিয়ে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে মাঠ ছাড়তে হলো দলটিকে।
এই পাঁচ ম্যাচের আগের ৩৬ ম্যাচে তিনটি পরাজয় দেখেছিল পিএসজি। এবার পাঁচ ম্যাচের মধ্যেই হেরে গেলো তিনটি। এর বাইরে প্রতিপক্ষের মাঠে শেষ চারটি ম্যাচই হারলো তারা। ২০০৯-১০ সালে প্রতিপক্ষের মাঠে টানা পাঁচ ম্যাচ হেরেছিল ক্লাবটি।
পিএসজিকে বড় ব্যবধানে হারানোর মূল কারিগর উইসেম বেন ইয়েডার। তিনি ম্যাচের ২৫ ও ৮৪ মিনিটে করেন জোড়া গোল। এছাড়া ৬৮ মিনিটে অন্য গোলটি করেন কেভিন ভল্যান্ড।
এই পরাজয়ের পরও অবশ্য শীর্ষে রয়েছে পিএসজি। এখন পর্যন্ত লিগের ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। বাকি ৯ ম্যাচে ১৬ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির।
সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে মোনাকো। দুইয়ে থাকা মার্শেইর ঝুলিতে রয়েছে ২৯ ম্যাচে ৫৩ পয়েন্ট।