কবিরহাটে পারিবারিক কলহে গৃহবধূর আত্নাহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২১ মার্চ, ২০২২

কবিরহাট প্রতিনিধি:

 

নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে পারিবারিক কলহের জেরধরে শেফালী বেগম (৪৫) নামের এক গৃহবধূ আত্নাহত্যা করেছে।

 

সোমবার (২১ মার্চ) ভোর ৫ঘটিকার সময় মুড়াআমিরাবাদ (৭নং ওয়ার্ড), তাজুল ইসলামের বাড়িতে নিজগৃহে কীটনাশক (বিশ) খেয়ে আত্নাহত্যা করেন তিনি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভাবের সংসারে ছেলে মেয়েদের নিয়ে কষ্টে দিনিপাত করে চলছে তাদের সংসার। এগুলো নিয়ে প্রায় স্বামী দেলোয়ার হোসেন এর সাথে ঝগড়া হতো। ঘটনার দিন পরিবারের সকলের অগচরে ঘরে থাকা ধান খেতে দেওয়ার জন্য রাখা কীটনাশক (বিশ) খেয়ে নেন শেফালী বেগম। পরে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে কবিরহাট থানা পুলিশ।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘনাস্থল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপ-মৃত্যুর মামলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০