পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

Avatar
Jubayer Hosain Hemel
আপডেটঃ : রবিবার, ২৭ মার্চ, ২০২২

রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘একনায়ক’ ও ‘কসাই’ উল্লেখ করে বাইডেন বলেছেন, পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।
পোল্যান্ডের প্রেসিডেনশিয়াল প্যালেসের সামনে বক্তব্য দেওয়ার সময় পুতিনকে ‘একনায়ক’ ও ‘কসাই’ বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন।
এ সময় তিনি বলেন, ‘ঈশ্বরের দোহাই, এই ব্যক্তি (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারবেন না।’
এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক মুক্তির পথ ধরে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবো আমরা।”
এর আগে একই দিন পোল্যান্ডে পুতিনকে কসাই বলায় কড়া প্রতিক্রিয়া জানায় মস্কো।
এ বিষয়ে হোয়াইট হাউস থেকেও তাক্ষৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়, রাশিয়ার শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করবে না যুক্তরাষ্ট্র।
তারপর একই দিন বাইডেন বললেন, পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০