Sharing is caring!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পবিত্র রমজান উপলক্ষ্যে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘ফার্স্ট লেডি জিল এবং আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই।’
‘পবিত্র কোরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নিয়ে নেবো। আমেরিকার মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।’
জো বাইডেন আরও বলেন, ‘মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় শুরু করবেন সংযমের এ মাস। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন।’
মার্কিন প্রেসিডেন্ট চীনের উইঘুর, মিয়ানমারের রোহিঙ্গাসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়ের মানবাধিকার সংরক্ষণেরও প্রত্যাশা ব্যক্ত করেন।
খবর আনাদুলো এজেন্সি

Sharing is caring!