১৮ ইইউ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
- আপডেট সময় : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৪৭৭৩ বার পড়া হয়েছে
রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করায় ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাল্টা জবাব দিয়েছে পুতিন সরকার। এতোমধ্যে ইইউয়ের ১৮ জন কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। এর আগে গত ৫ এপ্রিল বেলজিয়াম থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছিল ইইউ। এর পাল্টা জবাব হিসেবেই মস্কো এমন পদক্ষেপ নিয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে, বহিষ্কৃতি ১৮ কূটনীতিককে যত দ্রুত সম্ভব মস্কো ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বেলজিয়াম থেকে রাশিয়ার ১৯ জন কূটনীতিককে বহিষ্কার করেছে ইইউ। এ বিষয়ে এক বিবৃতিতে ইইউয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এই কূটনীতিকরা এমন কিছু তৎপরতায় জড়িত, যা তাদের কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না।’ এই ঘটনার প্রতিবাদে মস্কোতে ইইউয়ের প্রধান দূত মার্কাস এডেরারকে ওইদিনই তলব করেছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলেছিল, ইইউয়ের এই পদক্ষেপের জবাব দেওয়া হবে।
অবশেষে শুক্রবার তার জবাব দিল মস্কো। এ বিষয়ক এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘গত কয়েক দশকে রাশিয়ার সঙ্গে ইইউয়ের যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিল, তা ধ্বংস হচ্ছে এবং এ জন্য সম্পূর্ণরূপে দায়ী ইইউ।’