কবিরহাটে গাঁজা ও ইয়াবা বিক্রির সময় নারীসহ গ্রেফতার-৩
- আপডেট সময় : ১০:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ৬০৯৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কবিরহাটে গাঁজা ও ইয়াবা বিক্রয়কালে দুই নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে কবিরহাট থানা পুলিশ।
শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, কবিরহাট থানার এসআই বিমল চন্দ্র দাস, সঙ্গীয় অফিসার ফোর্স সহ গত ১২মে (বৃহস্পতিবার) দিবাগত রাতে কবিরহাট থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ ঘটিকার সময় কবিরহাট থানাধীন চর আলগী বাজারের সিএনজি স্টেশনের পূর্ব পাশে ছায়েদুল হক এর ভাড়াটিয়া ঘরে উপস্থিত হইয়া স্থানীয় লোকজনের দেখানো মতে আসামী মাসুদুর রহমান মাসুদ এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর সামনের গোছা হইতে কালো পলিথিনে মোড়ানো ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মহিলা পুলিশ দ্বারা দেহ তল্লাশী করে আসামী নুর নাহার বেগম এর পরিহিত শাড়ির ডান পাশের কোমরে গোছা কালো পলিথিনে মোড়ানো ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট এবং আসামী দূর্লভের নেছা সুমি আক্তার এর ডান হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের ভিতর রক্ষিত ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম (১নং কলোনী), ৯নং ওয়ার্ড এর ছিদ্দিক উল্যার ছেলে মাসুদুর রহমান মাসুদ (৩০), দক্ষিন জগদানন্দ গ্রামের আবু নাছেরের বাড়ীর আবু নাছের এর মেয়ে দূর্লভের নেছা সুমি আক্তার ও ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি গ্রামের নজির আহম্মদের বাড়ীর মৃত নজির আহম্মদ এর মেয়ে নুর নাহার বেগম (৩০)
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের বিত্তিতে পুলিশ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।