নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মক্কা-মদিনা নামে পাথর বোঝাই বাল্কহেড জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (২১মে) দুপুরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। হাতিয়া নৌ পুলিশের সহযোগিতায় জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিন জানান, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নলচিরা ইউনিয়নের পাশে মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা লোকজন তীরে উঠে আসায় কোন হতাহত অথবা নিখোঁজের ঘটনা ঘটেনি।
জাহাজের চালক সুমন মিয়া জানান, এমবি মক্কা-মদিনা নামে জাহাজটি সিলেট থেকে পাথর বোঝাই করে সন্ধীপ যাচ্ছিলেন। আজ সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে নলচিরার পাশে ঘাটে ভিড়ানোর চেষ্টা করে ছিলেন। বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। পরে সাতরীয়ে জাহাজে থাকা ৭জন স্টাপ তীরে উঠে যান।
হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, অধিক জোয়ারের পানি বেড়ে যাওয়ায় জাহাজটি একেবারেই ডুবে গেছে। ভাটার সময় পানি কমে গেলে জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হবে।