সংবাদ শিরোনাম ::
ওমানে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল নোয়াখালী কবিরহাটের মমিনুলের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২ ৩৪৩৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় এক নোয়াখালী প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর রাতে তার মৃত্যু হয়।
নিহত মমিনুল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ফতেপুর গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে।
ওমান প্রবাসী কামরুল ইসলাম জানায়, তিন বছর আগে ওমানের বিকিয়াচোয়ার শহরে একটি বাড়িতে কাজ নেন সে। সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। দেশে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে তার বাড়ির মালিকসহ একটি শপিং মলে কেনাকাটা করেন মমিনুল। কেনাকাটা শেষে শপিং মল থেকে নেমে রাস্তায় দাঁড়ালে পিছন থেকে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।