পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ১০০৬৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে পড়ে মনির হোসেন মনির নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের ছালামত উল্যার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত মনির হোসেন মনির ওই গ্রামের ছালামত উল্যাহ বাড়ির ব্যবসায়ী আমরি হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা সকালের দিকে ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক সময় পরিবারের সদস্যদরে অগোচরে শিশুটি ঘরের পাশে থাকা পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশু মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, পানিতে পড়ে শিশুর মৃত্যুর খবর শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেননি।