ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরহীর
- আপডেট সময় : ০৫:৪৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২ ১১৮৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাক ওভারটেক করতে গিয়ে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
মৃত মাওলানা শহীদ (৩০) উপজেলার কালারাইতা গ্রামের মসজিদ বাড়ির গোলাপুর রহমানের ছেলে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া টু কালারাইতা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও জানায়, কানকিরহাটগামী মোটরসাইকেল আরোহী মাওলানা শহীদ একটি মালবোঝাই ট্রাক ওভারটেক করতে গেলে ট্রাকের পেছনের বডির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।