ছেলেদের ‘ক্রাশ’ ক্রিকেট দলের অন্যতম সদস্য জাহানারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

এনকে বার্তা ডেস্ক::

জাহানারা আলম। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য। এবার করোনারভাইরাসের কারণে গ্রামে বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ করতে যেতে পারেননি এ নারী ক্রিকেট তারকা। আর তাই ঢাকায়ই নিজের ফ্ল্যাটে একাকী ঈদ করেছেন তিনি। ঈদের সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কিছুটা সময় কাটান জাহানারার। সেখানে তাকে কয়েকজন পুরুষ ভক্ত ‘ক্রাশ’ বললে প্রতিত্তুরে তিনি বলেন, ‘আপনাকে ধন্যবাদ। আমার আসলে ধারণা ছিল না যে মেয়েরা ছেলেদের ক্রাশ হতে পারে, বিশেষ করে নারী ক্রীড়াবিদেরা। আমরা সাধারণত দেখি মেয়েরা ছেলে খেলোয়াড়দের ক্রাশ মনে করে। যারা নায়ক-নায়িকা, তাদের ওপর আমরা ক্রাশ খাই। যাহোক অবশ্যই এটা আমার অনেক বড় প্রাপ্তি। আমি সন্তুষ্ট।’

জাহানারা যা-ই বলুন, মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার ‘ক্রাশ’ ছিলেন কিন্তু তিনি! এ নিয়ে বিশ্বের অনেক পত্রিকায় সংবাদ পর্যন্ত প্রকাশিত হয়েছে। লাইভে আরেক ভক্ত রসিকতা করলেন এই বলে, ‘কমসে কম ১ ঘণ্টা মেকআপ করে চুল ঠিক করেছেন’

জাহানারা ঝটপট তার ভুল ধরিয়ে দিলেন, ‘একদমই না, ভুল অনুমান। আমার ২০ মিনিট লেগেছে পুরোপুরি তৈরি হতে।’

ঘরবন্দী এই ঈদে প্রচুর রান্না করেছেন জাহানারা। কী কী রান্না করেছেন, সেটি জানিয়েছেন তার ভক্তদের, ‘কাল পুরোটা দিন রান্না করেছি। বিরিয়ানি, জর্দা, লাচ্ছা সেমাই, জর্দা, চটপটি, রোস্ট, ডিমের কোরমা… আজ রেঁধেছি শুধু গরুর মাংস। সকালে জম্পেশ খাওয়া-দাওয়া করেছি। একদিনই তো ইচ্ছেমতো খাব। আবার (ক্রিকেটীয়) কার্যক্রম শুরু হয়ে যাবে। এভাবেই এবার আমার ঈদ গেল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০