বাস চাপায় চাটখিলে মৃত্যু হলো সাইকেল আরোহীর
- আপডেট সময় : ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ৯৭৭৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত মো. জহিরুল ইসলাম (৪৮) চাটখিল উপজেলার দৌলতপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে।
রোববর (২১ আগষ্ট) দুপুর ২টার দিকে উপজেলার সোনাইমুড়ী টু রামগঞ্জ সড়কের হালিমা দিঘীরপাড় ইসলামীয়া হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে সোনাইমুড়ী টু রামগঞ্জ সড়কের হালিমা দিঘীরপাড় ইসলামীয়া হাসপাতালের সামনে নোয়াখালী গামী জননী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস বাইসাইকেল আরোহী মো.জহিরুল ইসলামকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলের দিকে তার মৃত্যু হয়।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে আহত ব্যক্তিকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে শুনেছি।