গ্যাস সিলিন্ডারের আগুনে সুবর্ণচরের ৭ দোকান ভস্মিভূত
- আপডেট সময় : ০৩:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২ ৩১৯৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি দোকান। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ৫টি দোকান। অগ্নিকা-ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৬ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (২৬আগস্ট) রাত ৮টা ২০মিনিটের দিকে উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের পরিষ্কার বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে পুড়ে যাওয়া দোকান গুলো হলো, জসিম কনফেকশনারি দোকান, বাশার ফার্মেসি, বাশারের মুদি দোকান, ফারুক কসমেটিকস, আজিজুল হকের খালি দোকান, আব্দুল হকের খালি দোকান।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার জানায়, পরিষ্কার বাজারের ব্যবসায়ী জসিম তার দোকানে চায়ের সাথে সকল প্রকারের সামগ্রী বিক্রি করতেন। তার দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ থাকার কারণে অকটেন বিক্রির সময় প্রথমে তার শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর তার দোকান থেকে আগুনের লেলিহান শিখা আশপাশের ৬টি দোকানেও ছড়িয়ে পরে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার নুরুন নবী জানান, ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। জসিম উদ্দিন নামে এক চা দোকানদার আগুনে পুড়ে আহত হয়। এছাড়াও ১টি দোকানের আংশিক ক্ষতি হয়। অগ্নিকান্ডে ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।