সংবাদ শিরোনাম ::
কৃষিকাজ করতে গিয়ে সুধারামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ৮৩৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শহীদ উল্লাহ মাঝি (৫৫) উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকার মুসলিম মাস্টারের পুরাতন বাড়ির মৃত আমিন উল্লাহর ছেলে।
রোববার (৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ির পেছনের জমিতে যান শহীদ উল্লাহ। সেখানে লিকেজ থাকা বিদ্যুতের তার শরীরে লাগে তার। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে থাকে। স্থানীয়দের ভাষ্যমতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।