সুবর্ণচরে পা ফসকে আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৫:০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ ১০৮৫২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মো. রিয়াজ (১৫) উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির মো. সেলিমের ছেলে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কেরামতপুর গ্রামের হাসানের মুরগির পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. বেলাল উদ্দিন বলেন, নিহত রিয়াজ একই এলাকার হাসানের মুরগির পোলট্রি ফার্মে দিনমজুর হিসেবে মাঝে মধ্যে কাজ করত। শুক্রবার দুপুরের দিকে খামারে কাজ করতে গিয়ে পা পিচলে ডোবায় পড়ে যেতে লাগে। তাৎক্ষণিক হাতের পাশে থাকা আর্থিংয়ের তার ধরে সে দাঁড়ানের চেষ্টা করে। এ সময় সে আর্থিংয়ের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।