সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১০১৪৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তাজুল ইসলাম ওরফে রাব্বি (১০) উপজেলার চরবাটা ইউনিয়নের চর চরমজিদ গ্রামের ৪ নং ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরমজিদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, দুপুর ১২টার দিকে নিহত রাব্বি পাশের বাড়ির এক ব্যক্তির মাছের ঘেরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প মেশিন চালু করতে যায়। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
ওসি আরো জানায়, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন সম্পন্ন হয়েছে।