প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২২ মে, ২০২৩
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিজেস্ব প্রতিবেদক:

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এর নির্দেশে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, সদর- সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চায়না তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

 

জেলা যুবলীগের সদস্য আনোয়ার আজিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক এডভোকেট আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গুলজার আহমেদ জুয়েল পি.পি, জেলা পরিষদের সদস্য আরমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০