হাতিয়া মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান
- আপডেট সময় : ০৬:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১২ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়া উপজেলার আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমামুল হোসেন ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রভাষক মনির উদ্দিন, বাবুল চন্দ্র দাস, রিয়াজুল হাসান, বিদায়ী ছাত্রী মাসুমা আক্তার, সিদরাতুল মুনতাহা মিম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ এনামুল হক, হাতিয়ার দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্, পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্লাহ, সুধিমন্ডলীসহ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।