হাতিয়ায় ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৮:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২০ বার পড়া হয়েছে
হাতিয়া প্রতিনিধি:
ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ এবং হামলায় নিহত শহীদের স্মরণে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট (সোমবার) বিকেল ৪ টায় হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাট বাজারে অনুষ্ঠানের আয়োজন করে হরণী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ।
হরণী ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন শাহরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অথিতির বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা আওয়ামিলীগের সদস্য, ১ নং হরণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতার হোসেন, বিশেষ অথিতির বক্তব্য রাখেন, হরণী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তহিদুল ইসলাম তসলিম।
এসময় আরো উপস্থিত ছিলেন,হরণী ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা একই সূত্রে গাঁথা, এ নিয়ে শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করে ব্যার্থহন। বঙ্গবন্ধু কণ্যা পিতার স্বপ্ন পুরুণে কাজ করে যাচ্ছেন, আজ বাংলাদেশের উন্নয়ন বর্হিবিশ্বে প্রশংসিত, ডিজিটাল দেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর হচ্ছে, মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জামাত বিএনপি যে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করছে জনগণ কখনো সেটা মেনে নেবেনা।
পরে শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া এবং গ্রেনেড হামলায় নিহত ২৪ জন নেতাকর্মিসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।