হাতিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার পলিথিন পুড়াল প্রশাসন
- আপডেট সময় : ০৫:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২১ বার পড়া হয়েছে
হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমদ্দি বাজারে অভিযান চালিয়ে অবৈধ পলিথিন ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড এবং ৯৬০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৭ সেপ্টেম্বর ) দুপুর ২ টার দিকে উপজেলার কোস্টকার্ড়ের স্টেশন কমান্ডার প্রবীর কুমার দাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে, উপজেলার তমরদ্দি বাজার লঞ্চ ঘাটে অভিযান চালানো হয়। সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ পলিথিন বিক্রির দায়ে নকুল সাহা (৩৮) কে ৫ হাজার টাকা জরিমনা ও ৯৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। এবং জব্দ কৃত পলিথিন বর্তমান আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি জানান, এ সময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ৬ (ক) এ নকুল সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা পলিথিন জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় । জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।