নোয়াখালীতে মনোনয়ন জমা দিয়েছেন নৌকার দক্ষ মাঝি এমপি একরামুল করিম চৌধুরী
- আপডেট সময় : ০৪:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ৪র্থ বারের মত নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য হিসেবে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলহাজ্ব একরামুল করিম চৌধুরী এমপি।
মঙ্গলবার বিকাল ৩টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের নিকট নিজের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।
নিজের মনোনয়ন পত্র জমা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুজিব চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালীর দুঃসময়ের বীর, বর্তমান সংসদ, ৪র্থ বারের মত নৌকার দক্ষ মাঝি একরামুল করিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, জেলা আ.লীগের সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল মমিন বিএসসি, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু ইমন ভট্ট, যুগ্ন আহবায়ক একরামুল হক বিপ্লব, জেলা পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল, একরামুল করিম চৌধুরীর ব্যাক্তিগত সহকারী বাবু সুনিল বরণ চৌধুরী প্রমুখ।