ভূঁঞারহাট আইডিয়াল স্কুলের উদ্ধোধন
- আপডেট সময় : ০৯:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাট রাস্তার মাথায় (চৌরাস্তায়) ভূঁঞারহাট আইডিয়াল স্কুলের শুভ উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্কুলের শুভ উদ্ধোধন করেন কবিরহাট উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র জহিরুল হক রায়হান।
বাটইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন আলাউদ্দিনের সভাপতিত্বে উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আ.লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীম।
এসময় উস্থিত নেতৃবৃন্দ ভূঁঞারহাট আইডিয়াল স্কুলের উত্তরত্তর সফলতা কামনা করে বলেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে এ স্কুলের উদ্যোগতা আনোয়ার হোসেন মিরণ একটি ভালো উদ্যোগ নিয়েছে এতে করে ভূঁঞারহাট আইডিয়াল স্কুলের মাধ্যমে আরবি, বাংলা ও ইংরেজী বিভাগে দক্ষ্য শিক্ষক দ্বারা এ স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলবে। এস্কুলে সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে অভিবাবকরাও তাদের সন্তানদের লেখাপড়ার খোঁজ খবর রাখতে পারবেন।