কবিরহাটের নলুয়াতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়
- আপডেট সময় : ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া ভূঁইয়ার উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ বেলাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল খান, সাবেক চেয়ারম্যান নরুল আলম ভূঁইয়া পারভেজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ শফিক উল্লাহ, সাবেক ইউপি সদস্য আবদুল খালেক মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জামাল উদ্দিন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
“যেতে নাহি দেবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়” আজ এই শিক্ষার্থীদের বিদায় দিতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি, এই পরিক্ষার্থীরা হাটি হাটি পা পা করে গত দশটি বছরে দশটি সিড়ি পার হয়ে ১১ তম সিড়িতে পা রাখতে যাচ্ছে, সকলে যেনো সফলতার সহিত এই বিদ্যালয়ের সুনাম বয়ে আনে এটাই কামনা করেন বক্তারা।
সর্বশেষ পরিক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।