কবিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ২২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্যে রবিবার (১০মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন কবিরহাট, নোয়াখালীর আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কবিরহাট নোয়াখালীর বাস্তবায়নে উপজেলা চত্বরে র্যালি শেষে উপজেলা সভাকক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী হরষিত কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আমির হোসেন, কবিরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: মুজিবুর রহমান’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাপনায় উন্নয়ন, নতুন বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং দুর্যোগের প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন কার্যক্রমের ফলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যেকোনা দুর্যোগে প্রাণহানির সংখ্যা ব্যাপকহারে হ্রাস পেয়েছে, যা পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ করলে উপলব্ধি করা যায়।