জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমছে, বাড়ছে জনসংখ্যা
- আপডেট সময় : ১০:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সরকারের প্রচার কার্যক্রম কমে গেছে। এক সময় ব্যাপক প্রচার-প্রচারণা থাকায় জনসংখ্যা বৃদ্ধির হার কমেছিল। কিন্তু এখন দিনদিন কমছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার। গ্রাম-শহর সর্বত্রই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে দেখা দিয়েছে অনীহা। ফলে ফের বাড়ছে জনসংখ্যা বৃদ্ধির হার। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ১ দশমিক ৩৩ শতাংশ।
সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এসভিআরএস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ১ শতাংশে যা ২০২২ সালে ছিল ৬৩ দশমিক ৩ শতাংশ। এছাড়া ২০২১ সালে ছিল ৬৫ দশমিক ৬ শতাংশ। এর আগে, ২০২০ সালে ৬৩ দশমিক ৯ এবং ২০১৯ সালে এ হার ছিল ৬৩ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে গ্রামে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার ছিল ৬১ দশমিক ৬ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৬২ দশমিক ৯ শতাংশ। এছাড়া ২০২১ সালে ছিল ৬৫ দশমিক ৭ শতাংশ।
বিবিএস আরো বলছে, ২০২৩ সালে শহরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার ছিল ৬৩ দশমিক ৯ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৬৪ দশমিক ৩ শতাংশ। এছাড়া ২০২১ সালে ছিল ৬৫ শতাংশ।