নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় এ উপজেলাকে ফের দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ( ১৬ জুন) ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, লকডাউন চলাকালীন এ উপজেলা থেকে কেউ বাহির হতে পারবে না এবং অন্য উপজেলা থেকে প্রবেশও করতে পারবে না। এ উপজেলার সকল ইউনিয়নে সব ধরনের যানবাহন ও দোকান, শপিংমল বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণও নির্মুল) আইন,২০১৮ এবং দন্ডবিধি,১৮৬০ মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০