একাদশ শ্রেণির ভর্তি খরচ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন-ভাতা সরকারিভাবে বহনের দাবীতে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০ ৬৮৮২ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে করোনা ও বন্যা পরিস্থিতিতে চলমান একাদশ শ্রেণির ভর্তি খরচ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন ভাতা সরকারী ভাবে বহনের দাবী জানানো হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবী জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
প্রায় আধ ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক কাজী জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক ফয়সাল ও সদস্য মহিদুল ইসলাম দাউদসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, পুরো বিশ্ব করোনায় বিপর্যস্ত, অপর দিকে বাংলাদেশে নতুন করে যোগ হয়েছে বন্যা। করোনা ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিন্ম আয়ের মানুষ। দেশের বেশিরভাগ মানুষই কৃষক-শ্রমিক। তাই চলমান একাদশ শ্রেণির ভর্তি খরচ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের এক বছরের বেতন ভাতা সরকারী ভাবে বহনের দাবী জানানো হয়। না হয় অন্তত ২ কোটি শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়বে।