সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বাস কাউন্টার থেকে প্রবাসীর স্ত্রী নিখোঁজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ২৯১১ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বাস কাউন্টার থেকে নাছরিন আক্তার (২২) এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টা ওই নারীর কোন সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার ঘটনায় ওই নারী বাবা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। নিখোঁজ নাছরিন আক্তার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, গত দুই বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সাথে নাছরিন আক্তারের বিয়ে হয়। গত কিছুদিন থেকে নাছরিন পেটের ব্যথায় ভুগছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তার বাবা আব্দুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় আসলে নাছরিনের বমির ভাব দেখা দেয়। এসময় রহমান তার মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে বমির টেবলেট আনতে যান। ৫-১০মিনিট পরে ফিরে এসে দেখেন নাছরিন সেখানে নেই। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বডুয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর থেকে পুলিশ তাকে খুঁজছে। ধারনা করা হচ্ছে, পরকিয়া প্রেমের টানে প্রেমিকের হাত ধরে হইতো ওই গৃহবধূ চলে গেছে।