শিরোনাম:
হাসপাতালের কর্মচারি মারা গেল ডাক্তারের গাফিলতিতে এসএসসি পরীক্ষায় ফেল, লজ্জায় কিশোরীর আত্মহত্যা ৯ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবিতে সংবাদ সম্মেলন জেলা আ.লীগের সভাপতিকে হারিয়ে সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান হলেন এমপি পুত্র সাবাব চরজব্বার থানার ওসি প্রত্যাহার নেভেনি সুন্দরবনের আগুন, সূত্র খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি, সময় লাগবে ২-৩ দিন, হলফনামায় মামলার তথ্য গোপন, সেতুমন্ত্রীর ভাইসহ ৪প্রার্থীর মনোনয়ন বাতিল ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ভুল চিকিৎসায় মা’সহ নবজাতকের মৃত্যুর অভিযোগ, হসপিটালে ভাংচুর চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জে মনোনয়ন দাখিল করলো ১০ জন

মওদুদের বাড়িতে চলছে সমর্থকদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ মার্চ, ২০২১

নোয়াখালী প্রতিনিধি:

দেশ বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদকে সমায়িত করার তৃতীয় দিনেও মরহুমের গ্রামের বাড়িতে চলছে সমর্থকদের ভিড়।

রোববার (২১ মার্চ) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত ভাবে মওদুদের রূহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করছে নেতাকর্মিও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ সময় অনেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তবে দুপুরের দিকে এ ভিড় আরো বাড়তে থাকে। মওদুদ আহমেদের পারিবারিক কবরস্থানে গিয়ে দেখা যায়, নীরবে কবরের সামনে দাড়িয়ে অশ্রু ঝরছিল অনেকের।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মওদুদ আহমেদের পারিবারিক কবরস্থানে এ রকম মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা চলছে। দিনভরই থাকছে মরহুম নেতার স্বজন, দলীয় নেতাকর্মি ও সমর্থকদের আসা-যাওয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ জয়নাল আবদিন ফারুক, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাভেলসহ, কবিরহাট, সেনবাগ ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ বলেন ‘আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের প্রিয় নেতা পরপারে সুখে থাকে, বেহেশতে থাকে। ’

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৩৫মিনিটের দিকে জানাজা শেষে তাঁর ইচ্ছা অনুযায়ী ৬ষ্ঠ জানাজা শেষে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমায়িত করা হয়।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির এ নেতা মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী হাসনা জসিম উদ্দিন মওদুদ , মেয়ে আনা তাসপিয়া মওদুদ, ২ ভাই- ২ বোন সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১