Sharing is caring!

নোয়াখালী প্রতিনিধিঃ

 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা-এর পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ২০২১-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেছে বসুরহাট এ. এইচ. সি. সরকারি উচ্চ বিদ্যালয়, কোম্পানীগঞ্জ। ২য় স্থান অর্জন করেছে নোয়াখালী জিলা স্কুল ও ৩য় স্থান লাভ করেছে শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

উল্লেখ্য, জেলা পর্যায়ে যাওয়ার পূর্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২১-এ বসুরহাট এ. এইচ. সি উচ্চ বিদ্যালয় কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়েও ১ম স্থান লাভ করে।

Sharing is caring!