সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে অটোরিকশা চাপায় নারীর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ৩৪৭০ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশা চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রুমা আক্তার (৫০), জেলার সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের মৃত শফি উল্যার স্ত্রী।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে চৌমুহনী-মাইজদী সড়কের আমেরিকান হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুরের দিকে রুমা আক্তার মাইজদী-চৌমুহনী সড়কের আমেরিকান হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় চৌমুহনী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। পরে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।