সংবাদ শিরোনাম ::
সুবর্ণচরে রাস্তায় স্ট্রোক করে কলেজ ছাত্রের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১ ২১১৬ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে রাস্তায় স্ট্রোক করে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুত্রবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়নের ছমির হাটের পূর্ব চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারেক আজিজ রবিন (১৯),৭ নং পূর্ব চরবাটার হাজীপুর গ্রামের চাঁন মিয়াজিগো বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে স্থানীয় সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা বলছে, রবিন সকাল বেলা ঘর থেকে নাশতা করে রাস্তায় আসে। তারপর হঠাৎ রাস্তার মধ্যেই স্ট্রোক করে সে ঘটনাস্থলেই মারা যায়।
৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার আসরের নামাজের পর রবিনের জানাজার নামাজ ছমিরহাট বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।