সেচ পাম্পে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১ ২১০৫ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. সালাউদ্দিন (৩৭), উপজেলার ৫নং চর জুবলী ইউনিয়নের চর ব্রার্গা গ্রামের আবদুর রশীদের ছেলে।
শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ২৭ ধ্রোণ এলাকার আবদুল খালেক কন্টাক্টরের এগ্রো ফিশারিজ খামারে বিদ্যুৎপৃষ্টের এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন সন্ধ্যার দিকে সেচ পাম্প দিয়ে মৎস্য খামারের ১টি পুকুরে পানি কমানোর কাজ করছিলেন। এক পর্যায়ে অসাবধানতা বশত সেচ পাম্প থেকেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনলে সে মারা যায়।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।